জড়তা

কখনো কি লক্ষ্য করেছো , ক্যারাম বোর্ডে একটি গুটির উপর আর একটি গুটি রেখে যদি স্ট্রাইকার দিয়ে আঘাত করি তাহলে নিচের গুটিটা সরে যায় কিন্তু উপরের গুটি স্থির থাকে । অর্থাৎ, উপরের গুটিটা নিচের গুটির স্থান দখল করে । কেন এমন হয় জানো ?

জড়তার কারণে উপরের ঘটনাটি ঘটে ।

জড় বস্তু তার নিজের স্থির বা গতিশীল অবস্থা ধরে রাখতে চায় । এই ধর্মের নাম জড়তা ( Inertia ) 

ধরা যাক , একটি বস্তু স্থির অবস্থায় আছে । বল প্রয়োগ না করা পর্যন্ত এটি ঐ অবস্থায় থাকবে বা থাকতে চাইবে । আবার ধরা যাক , একটি বস্তু গতিশীল অবস্থায় আছে । বল প্রয়োগ না করা পর্যন্ত ঐ বস্তুটি গতিশীল অবস্থায় থাকতে চাইবে ।

যখন স্থির বস্তু সবসময় স্থির থাকতে চাই তখন স্থির বস্তুর ধর্মকে স্থিতি জড়তা বলে ( Inertia of Rest ) ।

স্থিতি জড়তার উদাহারণ :

  • যদি কোন বাস চলতে শুরু করলে দাঁড়িয়ে থাকা কোন যাত্রীর শরীরের নিচের ভাগ বাসের সাথে গতিপ্রাপ্ত হয় । কিন্তু শরীরের উপরের ভাগ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায় । এই জন্য যাত্রী পিছন দিকে হেলে পড়ে ।
  • একটি গ্লাসের উপর একটি পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর একটি Coin রাখি । এখন , যদি পোস্টকার্ডটিকে জোরে টোকা দিলে পোস্টকার্ডটি সরে যাবে। কিন্তু স্থিতি জড়তার কারণে Coin তার অবস্থানে থাকার ফলে গ্লাসের মধ্যে পড়ে যাবে ।  

                                

গতিশীল বস্তু যখন সর্বদা গতিশীল থাকতে চাই তখন গতিশীল বস্তুর ধর্মকে গতি জড়তা বলে ( Inertia of Motion ) ।

গতি জড়তার উদাহারণ :

  • চলন্ত সাইকেল কিছুক্ষণ না চালালেও গতি জড়তার কারণে কিছুদূর আপনা আপনি অগ্রসর হয় ।
  • আরেকটি মজার উদাহারণ হচ্ছে , লংজাম্প ( Long Jump ) প্রতিযোগিতায় প্রতিযোগীরা কিছুদূর দৌড়ে তারপর লাফ দেন । এতে তারা কিছুটা গতি লাভ করেন  ।গতি জড়তার কারণে এই গতি লাফের সাথে যুক্ত হয় ও তারা অনেকদূর লাফাতে পারেন  ।

                          

  • চলন্ত বাস যখন ব্রেক ( Brake ) করে থামানো হয় তখন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে । কারণ , বাস থামার সাথে সাথে পা সহ শরীরের নিচের ভাগ থেমে যায় । কিন্তু গতি জড়তার কারণে মাথাসহ শরীরের উপরের ভাগ গতিশীল থাকতে চায় । এই অবস্থায় যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে ।

 

মূলত , নিউটনের প্রথম সূত্র বস্তুর জড়তা ধর্মকে নির্দেশ করে ।

নিউটনের প্রথম সূত্র হচ্ছে , বাইরে থেকে যদি কোন বল প্রয়োগ করা না হয় তবে স্থির বস্তু স্থির থাকতে চাই ও গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন