নিলামে জেট বিমান

আগামী সপ্তাহে লন্ডনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ‘স্পিটফায়ার’ জেট বিমান নিলামে তোলা হচ্ছে। পুনরুদ্ধার করা এই বিমানটি ১৯৪০ সালে উত্তর ফ্রান্সে গুলিবর্ষণ করার ফলে বিধ্বস্ত হয়েছিলো। দাতব্য প্রতিষ্ঠানের জন্য নিলামে তােলা এই বিমানের দাম ৩ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুপারমেরিন স্পিটফায়ার নামের এই জেট বিমান বিশেষ ধরণের ব্রিটিশ এক-সিটের ফাইটার এয়ারক্রাফট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স এবং এর মিত্রশক্তি এ ধরণের জেট ব্যবহার করতো।

Vickers Supermarine Spitfire Mk.1A নামের এই বিমানের ধ্বংসাবশেষ ১৯৮০ সালে উত্তর ফ্রান্সের ক্যালাইস বিচ থেকে উদ্ধার করা হয়। ১৯৪০ সালে ২৪ মে গুলি করার ফলে বিমানটি মাটিতে বিধ্বস্ত হয়। বহুবছর সমুদ্রতীরে থাকার ফলে ঢেউয়ের তোড়ে এটি বালির অনেক নিচে চলে গিয়েছিল।

পুনরুদ্ধার করা এমকে-১ মডেলের দুটি উড্ডয়নশীল বিমানের একটি এটি।

আগামী বৃহস্পতিবার দেড় থেকে আড়াই মিলিয়ন পাউন্ড নিলামের লক্ষ্যমাত্রা নিয়ে নিলামে উঠানো হবে এই বিমান।

শিল্প সংগ্রাহক থমাস কাপলান এই বিমান বিক্রি করছেন। এখান থেকে প্রাপ্ত অর্থ তিনি Royal Air Force Benevolent Fund এবং ওয়াইল্ডলাইফ চ্যারিটি ফান্ডে দান করবেন। তিনি বলেন, ‘এই বিমান এক অসাধারণ প্রযুক্তি। সে সময়ও অত্যন্ত আধুনিকভাবে এটি নির্মাণ করা হয়েছিলো’।

উল্লেখ্য এই নিলাম একই সাথে ১৯৪০ সালে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সংঘটিত আকাশযুদ্ধের ৭৫ বছর পূর্তিকে স্মরণ করতে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন