মজার উৎসব জাপান-ফিলিপাইনে

গত ৫ থেকে ১১ ফেব্রুয়ারি জাপানে অনুষ্ঠিত হয়ে গেলো ‘দ্য সাপোরো স্নো ফেস্টিভাল। ২ মিলিয়নেরও বেশি দর্শক উপস্থিত হয়েছিলো এ উৎসব উপভোগ করার জন্য। এরকম তুষার উৎসব সর্বপ্রথম শুরু হয়েছিলো ১৯৫০ সালে।

স্কুলপড়ুয়া কয়েকজন শিক্ষার্থী ৬টা তুষারমূর্তি বানিয়ে এ যাত্রা শুরু করে। এ বছরের উৎসবে দুইশরও বেশি তুষার এবং বরফের ভাস্কর্য প্রদর্শিত হয়। এগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল স্টার ওয়ার্স সিনেমার ডার্থ ভেডার এবং স্টর্ম ট্রুপার্সের প্রতিকৃতি।

বিখ্যাত জাপানিজ মন্দির কাসুগা তাইশা’র ভাস্কর্যও তৈরি করা হয়েছিলো। জাপানের জনপ্রিয় কার্টুনচরিত্র ‘আনপামান’এরও মূর্তি ছিল এ উৎসবে।

আরেকটি মজার উৎসব শেষ হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।। এটাকে বলা হয় Philippine International Hot Air Balloon Fiesta । A Weekend of Everything that Flies নামেও এই উৎসবকে ডাকা হয়। এটা একটা বাৎসরিক উৎসব।

এ উৎসবে বিশালাকারের অনেক মজার মজার জিনিস আকাশে ভাসতে দেখা যায়। যেমন: বিশালাকৃতির একটা সূর্যমুখী ফুল বা একটা বুটজুতা ইত্যাদি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন