মহাকাশে ১ মাস আটকে ছিলেন নভোচারীরা!

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তিনজন নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। ঠিকমতো সরবরাহ পৌঁছাতে না পারায় তারা সেখানে ১ মাস বেশি থাকতে বাধ্য হন।

রাশিয়ার Soyuz TMA-15M স্পেসক্রাফটটি গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর কয়েক ঘণ্টা পরেই সেটি কাজাখস্তানে অবতরণ করে। সেই সাথে নিরাপদে পৌঁছে দেয় তিন নভোচারীকে। তারা ১৯৯ দিন পৃথিবীর বাইরে ছিলেন।

পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় ক্যাপসুলটি প্রচণ্ড গরম হয়ে যায় এবং উল্টো হয়ে মাটিতে অবতরণ করে। উদ্ধারকারী দল তাদের দেখতে পায় এবং দ্রুত ব্যবস্থা নেয়। অবতরণের পর তাদেরকে শীঘ্রই ক্যাপসুল থেকে বের করে বাইরে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দেয়া হয়।

গত মে মাসের ১২ তারিখ পৃথিবীতে ফেরত আসার কথা ছিল এই তিনজনের। কিন্তু এপ্রিলের ২৮ তারিখ তাদের একটি কার্গো ক্রাফট তারা পাঠাতে ব্যর্থ হয়। সেটি গিয়ে পড়ে সমুদ্রে।

এর ফলে তিনজন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে যায়। রাশিয়ার পরবর্তী মিশনও পেছানো হয় এই কারণে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন