লোহার জাহাজ কেন ভাসে ???

0
1557

 

              লোহার জাহাজ কেন ভাসে ?

 

আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা প্রশ্ন করি, লোহার টুকরা পানিতে ভাসে না কিন্তু লোহার জাহাজ পানিতে ভাসে কেন? তোমাদের উত্তরটা দেয়ার আগে আর্কিমিডিসের নীতিটি বলি। তা হচ্ছে, যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের চেয়ে বেশী হলে বস্তুটি তরলে ডুবে যাবে এবং বস্তুর ওজনের চেয়ে বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজন বেশী হলে বস্তুটি তরলে ভেসে থাকবে। তাহলে, লোহার টুকরা পানিতে ভাসবে না কেননা লোহার টুকরা দ্বারা অপসারিত পানির ওজন লোহার টুকরার চেয়ে অনেক কম। লোহার জাহাজের ভিতরটা ফাঁপা বলে, জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশী। তাই লোহার জাহাজ পানিতে ভাসে।       

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন