২০১৫ সালে ফেসবুকে আলোচিত ১০ বিষয়

২০১৫ সাল দুঃখজনক আর অস্থিরতাপূর্ণ একটি বছর ছিল। অন্তত ফেসবুেকর ১৬০ কোটি ব্যবহারকারী তাই মনে করে। ফেসবুক প্রকাশ করেছে ২০১৫ সালে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর তালিকা।

গতবারের মত এবারের এ তালিকার শীর্ষ ১০ এর মধ্যে নেই কোন খেলাধুলার বিষয়, সেলিব্রেটি বেবি বা আনন্দের কোন বিষয়। সব ছিল যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক জটিলতার বিষয়। ২০১৫ সালে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচিত ১০ বিষয় হচ্ছে:

১. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

২. নভেম্বরের ১৩ তারিখ প্যারিসে সন্ত্রাসী হামলা

৩. সিরিয়ার গৃহযুদ্ধ আর শরণার্থী সমস্যা

৪. এপ্রিলে নেপালের ভূমিকম্প

৫. গ্রীসের অর্থনৈতিক জটিলতা

৬. সমকামীদের বিয়ের অধিকার

৭. আইএসাইএস এর বিরুদ্ধে যুদ্ধ

৮. জানুয়ারির ৭ তারিখ প্যারিসের শার্লি হেবদোর অফিসে সন্ত্রাসী হামলা

৯. বাল্টিমোরের পুলিশের ঘটনা

১০. চার্লসটন, এসসি শুটিং এবং কনফেডারেট পতাকা নিয়ে বিতর্ক

 
এই তালিকায় শুধু সমকামীদের বিয়ের অধিকারটিকেই ইতিবাচক বিষয় বলে ধরা যায়। অথচ ২০১৪ সালে ওয়ার্ল্ড কাপ, শীতকালীন অলিম্পিক আর আইস বাকেট চ্যালেঞ্জের মত বিষয় ছিল সবচেয়ে আলোচিত। ২০১৩ সালে আলোচনায় ছিল হারলেম শেক ড্যান্স আর ক্যাট-উইলিয়ামের রাজকীয় সন্তান।

কিন্তু এ বছর এরকম বড়সড় কোন খেলার ইভেন্ট না থাকার এবং মজার কোন বিষয় না থাকাতে সব মন খারাপ করা আর নেতিবাচক বিষয়গুলোই আলোচনার বিষয়বস্তু হয়ে ছিল।

এবারের আলোচিত ৩ তারকা ছিলেন এড শেরিন, টেইলর সুইফট আর কেইন ওয়েস্ট। আলোচিত ৩ টিভি শো ছিল যথাক্রমে গেম অফ থ্রোন্স, দ্য ওয়াকিং ডেড আর দ্য ডেইলি শো।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন