৪৩ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেলো কিউবা

প্রকাশের তারিখ:

১৯৭৬ সালে বিশ্বের আলোচিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো প্রধানমন্ত্রী হিসেবে কিউবার দায়িত্ব পালন করছিলেন। ঠিক সেই সময়ে দেশটিতে প্রধানমন্ত্রীর পদটি বিলুপ্ত করা হয়। অবশেষে ৪৩ বছর পর আবারও দেশটিতে প্রধানমন্ত্রীর পদটি পুনর্বহাল করা হয়েছে। আর এই পদে দায়িত্ব পেয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ।

এই বছরের শুরুতে দেশটির নতুন সংবিধান পাস হয়। আর তারই আলোকে কমিউনিস্ট পরিচালিত রাষ্ট্রটিতে প্রধানমন্ত্রীর পদ পুনর্বহাল করা হয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল ক্রুজকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছেন।

সংবিধান অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের উপর অর্পিত বেশ কিছু দায়িত্ব পালন করবেন। মূলত তিনি হবে প্রেসিডেন্টের প্রশাসনিক ডান হাত।

শনিবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী হিসেবে ৫৬ বছর বয়সী মারেরোর নিয়োগ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উল্লেখ্য, ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো কিউবার তৎকালীন সরকারের পতন ঘটান এবং নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। ১৯৭৬ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

ঐবছর পদটি বিলুপ্ত করার পর তিনি কমিউনিস্ট পার্টির প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট হন। তবে অসুস্থতার কারণে ২০০৬ সালে তিনি তাঁর ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ২০১৬ সালে মারা যান ফিদেল কাস্ত্রো। আর ২০১৮ সালে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন রাউল কাস্ত্রো।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

শেয়ার করুন:

জনপ্রিয়

এ সম্পর্কিত আরও কিছু পোস্ট
Related

দেশে মেগাবুক কে১৫এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

বাংলাদেশের বাজারে ল্যাপটপ পোর্টফোলিওর নতুন সংযোজন হিসেবে টেকনো মেগাবুক...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক...

স্লিম’ স্মার্টফোনের ধারণা ভাঙবে অপোর ‘এ৫এক্স’

গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও উৎসাহ রয়েছে।...

হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং মার্কেটিং ফেস্ট ২.০ অনুষ্ঠিত

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এসিআই নিউট্রিলাইফ প্রেজেন্টস...