মোটরসাইকেল লোগো তৈরি করে বাংলাদেশের বিশ্বরেকর্ড

সর্বোচ্চ সংখ্যার মোটরসাইকেলের মাধ্যমে বৃহত্তম লোগো তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর পূর্তিতে এই রেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি অফিশিয়ালভাবে এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, এসিআই মোটরস লিমিটেডের এই উদ্যোগে এক হাজার ২৫৭টি মোটরসাইকেল অংশ নেয়। তৈরি করে ইয়ামাহা মোটর কোম্পানির অফিসিয়াল লোগো।

স্বাধীনতার শপথ নামের অনুষ্ঠানে তিনটি বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়। এগুলো হলো- একসাথে সর্বোচ্চ সংখ্যক বাইক চালু করা, একসাথে সর্বোচ্চ সংখ্যক বাইকার মিলে বাইকের লোগো তৈরি করা ও একসাথে সর্বোচ্চ সংখ্যক বাইকার মিলে ইয়ামাহা লোগো তৈরি করা।

তবে যথাসময়ে পর্যাপ্ত সংখ্যাক বাইকার উপস্থিত না হওয়া প্রথম দুটি উদ্যোগ স্থগিত করা হয়। পরে কর্তৃপক্ষ তৃতীয় রেকর্ডটি গড়ার চেষ্টা করে। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম আরেকবার যুক্ত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন