তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণার জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রদান এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান প্রদান সম্পর্কিত (সংশোধিত) নীতিমালা ২০১৬ অনুযায়ী প্রতি বছরের ন্যায় ২০১৯-২০ অর্থবছের ‘হাই প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ’ প্রদান করা হবে। এজন্য সংশ্লিষ্ঠদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
অনলাইনে (ims.ictd.gov.bd) এই ফেলোশিপের আবেদন করা যাবে। নীতিমালা অনুযায়ী নির্বাচিত দুই জন ফেলোকে (একজন পুরুষ ও একজন মহিলা) মাসে দুই লাখ টাকা হারে এক বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশনের ফলাফল ঘোষণার এক বছরের মধ্যে আবেদন করতে হবে। এসএসসি, এইচএসসি পর্যায়ে সিজিপিএ ৫.০০ এবং গ্রাজুয়েশন পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৭৫ থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ঠ বিষয়ে গ্রাজুয়েশন শেষ করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত কোনো সরকারি, বেসরকারি অথবা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি করবেন না বা অন্য কোনো প্রতিষ্ঠান হতে ফেলোশিপ/অনুদান গ্রহণ করবে না মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণা দিতে হবে।
আগামী ২ জানুয়ারির জন্য অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে জানানো হয়েছে।