করোনাভাইরাস সম্পর্কে সমগ্র বিশ্বের মানুষকে আরও সচেতন করতে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ফেসবুকের সাথে অংশীদারিত্বে নতুন চ্যাটবট সেবা এনেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
ফেসবুকে বিশ্বস্বাস্থ্য সংস্থার পেজে মেসেজ করলে প্রথমে ভাষা নির্বাচন করতে হবে। এরপর ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা বিভিন্ন টপিক থেকে একটি বিষয় নির্বাচন করলে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে।
এছাড়া জানা যাবে কী পরিমাণ মানুষ এতে আক্রান্ত হয়েছে, কীভাবে নিজেকে রক্ষা করা যাবে, করোনাভাইরাস সম্পর্কিত সংবাদসহ নানা বিষয়।
করোনাভাইরাস সম্পর্কে মানুষ যাতে সঠিক তথ্য পায়, বিভ্রান্ত না হয় এবং চলমান বিষয়গুলো সম্পর্কে জানতে পারে সেজন্য এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এই সেবার মাধ্যমে ১.৩ বিলিয়ন সক্রিয় মেসেঞ্জার ব্যবহারকারীর কাছে বার্তা পৌঁছে দিতে পারবে ফেসবুক ও বিশ্বস্বাস্থ্য সংস্থা।
ফেসবুক জানিয়েছে যেসব অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে সেসব অঞ্চলে অ্যাপটি ব্যবহার ৫০ শতাংশের বেশি বেড়েছে।