ফেসবুককে সিগারেটের সাথে তুলনা

ফেসবুক সিগারেটের মতো ক্ষতিকর, এমনই মন্তব্য করেছেন সিলিকন ভ্যালির একজন প্রভাবশালী প্রধান নির্বাহী কর্মকর্তা। কর্তৃপক্ষকে তিনি সিগারেট কোম্পানির মতোই ফেসবুককে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়ার অনুরোধ করেছে। আর এই ব্যক্তিটি হলেন সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিয়ফ।

সিএসবিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ফেসবুককে আসক্তি, ক্ষতিকর পণ্যের কোম্পানির মতোই বিবেচনা করা উচিত। সিগারেটের মতোই নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে এই সোশ্যাল মিডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণের সময় এসেছে।

তিনি বলেন, সিগারেট একটি আসক্তি পণ্য, যা আপনার জন্য ভালো নয়। প্রযুক্তিরও এ ধরণের আসক্তি রয়েছে এবং প্রযুক্তিপণ্য নির্মাতারাও গ্রাহকদের আরও আসক্ত করতে কাজ করছে। আমাদের এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে।

বেনিয়ন ১৯৯৯ সালে এন্টারপ্রাইজ সফটওয়্যার সেলসফোর্স প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক বিরোধী শক্ত অবস্থানের কারণে তিনি পরিচিত। এমনকি তিনি সবার সামনে সমালোচনা করতে দ্বিধা করেন না।

সূত্র : ম্যাশেবল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন