ইংল্যান্ডে মাটি খুঁড়ে গুপ্তধন!

মাটি খুঁড়ে গুপ্তধন পাওয়ার কাহিনী সচরাচর কিশোর ক্ল্যাসিক অথবা রূপকথার বইতেই পড়ি আমরা। বাস্তবে এ ধরেণর ঘটনা ঘটলেও তা নেহায়েত গালগপ্পো হিসেবেই আমাদের কানে আসে। তবে এবারে বইয়ের সেই গল্পই সত্যি হয়েছে ইংল্যান্ডে। সেখানে মাটি খুঁড়তে গিয়ে প্রচীন গুপ্তধনের সন্ধান মিলেছে। ইংল্যান্ডের বাকিংহামশায়ার এলাকার একটি খামারের মাটি মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছে বহুমূল্য কিছু প্রাচীন মুদ্রার সন্ধান।

Weekend Wanderers Detecting Club জানিয়েছে তারা মাটির ২ ফুট নীচে প্রায় ১ হাজার বছরের পুরনো প্রচুর ধাতব মুদ্রা খুঁজে পেয়েছে। প্রাচীন এসব মুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ মার্কিন ডলার। একটি বালতির মধ্যে একসঙ্গে প্রায় ৫ হাজার মুদ্রা ছিল।

এগুলোর মধ্যে ১১ শতকের রাজা Ethelred the Unready এবং Cnut the Great-এর ছবি সংবলিত মুদ্রাও পাওয়া গিয়েছে।

গুপ্তধন প্রাপ্ত জায়গাটি ব্রিটিশ জাদুঘর তাদের অধীনে নিয়েছে এবং সেখানে আরও কিছুর সন্ধান পাওয়া যায় কীনা তার অনুসন্ধান চলছে।

ব্রিটেনের নিয়মানুযায়ী ব্রিটেনেপ্রাপ্ত যেকোনো গুপ্তধনের মালিক দেশটির সরকার। তবে  গুপ্তধনের উদ্ধারকর্তা এবং জায়গার মালিক পুরস্কার হিসেবে কিছু অর্থ দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন