জেনে নিন অক্সফোর্ড অভিধানে যুক্ত হওয়া নতুন শব্দগুলো

অক্সফোর্ড ইংরেজি অভিধানের অনলাইন সংস্করণে যুক্ত হয়েছে নতুন কয়েকটি শব্দ। এগুলোর মধ্যে নতুন একটা শব্দ হচ্ছে ‘awesomesauce’। দারুণ কোনকিছু বুঝাতে এ শব্দ ব্যবহার করা হবে। আবার খারাপ মানের কোন জিনিসের বর্ণনা দিতে ‘weaksauce’ ব্যবহার করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনপ্রিয়তা পাওয়া কিছু শব্দ আর প্রবাদের সংক্ষিপ্ত রূপও স্থান পেয়েছে এবার অভিধানে। যেমন “NBD” (no big deal), “rly”  (really) আর “SJW” (social justice warrior)।

আরও কিছু শব্দ হচ্ছে ‘hangry’ (ক্ষুধার কারণে বিরক্ত লাগা), ‘snackable (কোন খাবার যদি স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়), ‘melty’ (যেটা গলছে বা আংশিক গলেছে), ‘YouTuber’ (নিয়মিত ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহার করে এমন কোন ব্যক্তি), “pwn” (শত্রুর কাছে চুড়ান্তভাবে পরাজিত হওয়া), “butt-dial” (প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন থেকে যদি অনিচ্ছাকৃতভাবে কোন ফোনকল চলে যায়)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন