প্রগতিশীল পৃথিবী দিনকে দিন আধুনিক হচ্ছে। কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে রয়েছে অদ্ভুত কিছু আইনকানুন।
এই আইনগুলো বহু বছর আগে কোন না কোন মিথ (myth) বা অন্য কোন কারনে তৈরি হলেও এই আইনগুলো এখনও বহাল রয়েছে এবং বছরের পর বছর ধরে এগুলো পালন করা হচ্ছে। এমন কিছু উদ্ভট আইন হল:
• অস্ট্রেলিয়াতে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ানরা লাইটের বাল্ব পাল্টাতে পারবে। যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের জন্য ১০ ডলার জরিমানার বিধান রয়েছে।
• অস্ট্রেলিয়াতে রোববার বিকালে কড়া গোলাপি প্যান্ট পরা নিষিদ্ধ।
• জাপান, যে দেশ পৃথিবীকে বিশাল দেহী সুমো রেসলারদের সাথে পরিচয় করিয়েছে, সে দেশে মোটা হওয়া পুরোপুরি নিষিদ্ধ। ২০০৯ সালে আইন প্রনেতারা ৪০ বছরের বেশি বয়েসী পুরুষদের জন্য কোমরের মাপ সর্বোচ্চ ৩১ ইঞ্চি ও নারীদের জন্য ৩৫ ইঞ্চি নির্ধারণ করে দেন।
• ইটালির মিলান শহরের একটি আইন হল সেখানে অবস্থানরত প্রতিটি মানুষকে সর্বক্ষণ হাসিমুখে থাকতে হবে। গম্ভীর বা গোমড়া মুখ নিয়ে ঘুরলে বেশ বড় ধরনের ফাইন দিতে হবে। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার সময় বা কারো অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় এই আইনটি প্রয়োগ হবে না।
• ১৯৯২ সাল থেকে সিঙ্গাপুরে চুইংগাম চাবানো সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি সিঙ্গাপুরে কোন চুইংগাম আমদানিও করা হয় না। শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলে কেউ নিকোটিন সমৃদ্ধ চুইংগাম কিনতে পারবেন। চিবুনো চুইংগাম রাস্তায় ফেললে ৫০০ ডলার জরিমানা গুনতে হয়।
• কানাডার একটি আইনানুযায়ী রেডিওতে বাজতে থাকা প্রতিটি পঞ্চম গান কোন কানাডিয়ান এর গাওয়া হতে হবে। ক্যানাডিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন কমিশন (CRTC) এর প্রণীত আইন অনুযায়ী প্রতিটি পঞ্চম পারফর্মার কানাডিয়ান হতে হবে।
• সুইজারল্যান্ডে রাত ১০ টার পর কোন এপার্টমেন্টের বাথরুমের ফ্লাশ করা নিষিদ্ধ। সুইস সরকারের হিসেবে এটি শব্দ দূষণের সৃষ্টি করে।
• সামোয়াতে বউয়ের জন্মদিন ভুলে যাওয়া দণ্ডনীয় অপরাধ।
• ফিলিপাইন ও ভ্যাটিকানে বিবাহবিচ্ছেদের অনুমতি নেই। ভ্যাটিকানে স্বামী-স্ত্রী চাইলেও বিবাহবিচ্ছেদ করতে পারবে না। কিন্তু ফিলিপাইনের মুসলমানরা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে চাইলে বিবাহ বিচ্ছেদ করতে পারবে।
• নিউইয়র্কে কোন বিল্ডিং থেকে লাফ দিলে এর শাস্তি হল মৃত্যুদণ্ড।
• ফ্লোরিডাতে রোববারে কোন অবিবাহিত মেয়ে স্কাই ডাইভিংকরতে পারবে না।
• ম্যাসাচুসেটসে ঘুমানোর আগে গোসল করা বাধ্যতামূলক।
• শিকাগোতে কোন খাবারের দোকানে আগুন লেগে গেলে, সেই অবস্থায় সেখানে বসে খাদ্যগ্রহণ আইনত দণ্ডনীয়।
• সাউথ ডাকোটাতে চিজ ফ্যাক্টরিতে শুয়ে ঘুমানো দণ্ডনীয় অপরাধ।
• ওকলাহোমাতে কোন কুকুরকে ভেংচি কাটা আইনত অপরাধ। এর জন্য পুলিশ ভেংচি দাতাকে গ্রেপ্তারও করতে পারবে।
• উতাহতে কেউ কাউরো কাজিনকে বিয়ে করতে পারবে না, যদি না তাদের বয়স ৬৫-এর উপর হয়। কেননা ৬৫ বছর বা এর বেশি বয়সীদের জন্য অনবদ্য রায় (impeccable judgement) রয়েছে।
• উতাহ-এর সল্ট লেক বিভাগে পেপার ব্যাগে ভায়োলিন ভরে নেওয়া অবৈধ।
• ফ্রান্সে মানব চেহারাধারী যে কোন পুতুল বিক্রি করা নিষিদ্ধ।
• ফ্রান্সে কোন শুকরের নাম ‘নেপোলিয়ন’ রাখা যাবে না।
• সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ী চালানো নিষিদ্ধ।
• ডেনমার্কে প্রতিবার গাড়ী স্টার্ট দেওয়ার আগে গাড়ির নীচে কোন বাচ্চা ঘুমিয়ে আছে কিনা তা দেখতে হবে। না দেখে গাড়ী স্টার্ট দেওয়া নিষিদ্ধ।
• আতিথিয়েতার ক্ষেত্রে ডেনমার্ক অনেক সচেতন। ড্যানিস রেস্টুরেন্টগুলোতে খাবার পর যদি কাউরো পেট না ভরে তবে সেই খাবারের জন্য তার বিল দেওয়া লাগবে না।
• জার্মানিতে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেলে এবং সেই গাড়ী ঠেলে নিলে ৬৫ ইউরো জরিমানা দিতে হয়।
• জার্মানিতে যেকোনো ধরনের মুখোশ পরা আইনবিরোধী।
• ম্যানিলাতে কোন গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা ১ বা ২ হলে, সেই গাড়ি সোমবার দিন চালানো যাবে না।
• কাজাখিস্থান এয়ারপোর্টে ছবি তোলা আইনত নিষিদ্ধ।
• মনটানাতে ফোনবুক মাঝখান দিয়ে দুই টুকরা করে ছিঁড়া নিষিদ্ধ।
• ইংল্যান্ডের সংসদ ভবনে মৃত্যুবরণ করা বেআইনী।